দীর্ঘদিন বন্ধ থাকা শিয়ালদহের প্রফুল্ল দ্বার খোলার দাবি নিত্যযাত্রীদের

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:বন্ধ শিয়ালদা স্টেশনের প্রফুল্ল দ্বার । সমস্য়ায় যাত্রীরা । সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই দিকের গেট ও রাস্তা সংস্কার করা হবে। বড় করা হবে হাঁটাচলা করার পথও । ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ । খুব দ্রুত ফের চালু হবে প্রফুল্ল দ্বার, আশ্বাস পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর ।করোনার আবহে অবিলম্বে খুলে দেওয়া উচিত। বন্ধ করে রাখায় প্ল্যাটফর্মের মধ্যে ভিড় বাড়ছে ভিড়ের কারণে বাড়ছে করোনা সংক্রমণের ভয়।’– কথাগুলি বলছিলেন দমদমের সোনালী চট্টোপাধ্যায়। কথা হচ্ছে শিয়ালদহ (Sealdah) স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া প্রফুল্ল দ্বার গেট নিয়ে। দীর্ঘদিন সেই গেট বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন নিত্য যাত্রীরা।শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে প্রফুল্ল দ্বার ধরে এগিয়ে গেলে পৌঁছে যাওয়া যাবে রাজাবাজার নীলরতন হাসপাতাল, সুরেন্দ্রনাথ কলেজ, কলেজ স্ট্রিট-সহ বিদ্যাপতি সেতু অর্থাত্‍ শিয়ালদা ফ্লাইওভারের উপর ।স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এই দু বছরে অনেকবার রেলের ইঞ্জিনিয়ররা এসে সমাধান খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু কোনও রাস্তা খুঁজে পাননি। গেট সংলগ্ন হকারদের তুলে দেওয়ারও চেষ্টা হয়েছে। কিন্তু তা এখনও পারেনি রেল কর্তৃপক্ষ। যার জেরে এই ভিড়। রেলের পরিকল্পনার অভাবের কারণে ভুগছে মানুষ। বাড়ছে চোর, পকেটমারদের দৌরাত্ম।শিয়ালদা স্টেশনের বন্ধ প্রফুল্ল দ্বার দ্রুত চালুর আশ্বাস দিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক|সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই দিকের গেট ও রাস্তা সংস্কার করা হবে । বড় করা হবে হাঁটাচলা করার পথও । ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ । খুব দ্রুত আবারও চালু হয়ে যাবে প্রফুল্ল দ্বার । এমনটাই আশ্বাস দিয়েছে একলব্য চক্রবর্তী ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।