দেশব্যাপী চৈত্র নবরাত্রি উত্‍সব শুরু

Spread the love

সংবাদ সংস্থা: দেশব্যাপী চৈত্র নবরাত্রি উত্‍সবের সূচনা হল আজ থেকে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত ৯ দিন ব্যাপী চলবে এই উৎসব। অশুভের বিরুদ্ধে শুভ-র জয়কেই এই উত্‍সব সুচীত করে। উত্‍সবের শেষ দিনটি ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি, রাম নবমী হিসেবে পালিত হয়ে থাকে। চৈত্র নবরাত্রি দেবী দুর্গার মহিষাসুর বধের দিন হিসেবে পালিত হয়। ৯ দিন ব্যাপী এই উত্‍সবে দেবী দুর্গা ৯ টি রূপে পুজা হয়ে থাকেন। চৈত্র নবরাত্রির প্রথম দিন, শনিবার সকাল থেকেই বারাণসী-সহ দেশের বিভিন্ন প্রান্তে দূর্গা মন্দিরে পূজার্চনা করেন পুণ্যার্থীরা। বারাণসীর দুর্গা মন্দিরে চৈত্র নবরাত্রির প্রথম দিনে রীতি মেনে পূজার্চনা করেন পুণ্যার্থীরা। জম্মু-কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের পূজার্চনা করেছেন ভক্তরা। চিত্র নবরাত্রি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সমস্ত দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা। শক্তির পূজার এই উত্‍সব সকলের জীবনে নতুন শক্তির সঞ্চার করুক। নবরাত্রি ছাড়াও এদিন উগাদি, গুড়ি পাডওয়া, নবরেহ, চেতি চাঁদ এবং সজিবু চেরাওবা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।