নতুন রূপে কালীঘাট মন্দির

Spread the love

স্বর্ণালী মল্লিক: একান্ন পীঠের অন্যতম কালীঘাট। নববর্ষের আগেই নতুন রূপ পেতে চলেছে কালীঘাট মন্দির। ইতিমধ্যেই সেই কাজে সাহায্যের হাত বারিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার তার প্রস্তুতি প্রায় শেষের দিকে। চলছে স্কাইওয়াক নির্মাণের প্রক্রিয়া। আর তাঁরই মাঝে রয়েছে ভক্তদের সমাগমও। এই পীঠস্থানটিকে ভক্তদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কলকাতা পুরসভার নতুন উদ্যোগ ‘লাইট অ্যান্ড সাউন্ড’। নতুন এই উদ্যোগটির দেখা মিলবে মন্দিরের প্রবেশদ্বারে। এই নয়া উদ্যোগটির সূচনা বৃহস্পতিবার সন্ধ্যেয় করতে চলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, মন্দিরের মূল প্রবেশদ্বারটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টোদিকে। ইতিমধ্যেই প্রবেশদ্বারটি রঙিন আলো দিয়ে সাজিয়ে তুলেছে। এবার তাতে নতুন সংযোজন ‘লাইট অ্যান্ড সাউন্ড’। তার জন্য ফের সেখানে পড়েছে নতুন রঙের প্রলেপ। বসানো হয়েছে আলো ও শব্দ প্রক্ষেপণের ব্যবস্থা। সন্ধ্যা নামলেই প্রবেশদ্বারে বেজে উঠবে শ্যামাসঙ্গীত। গানের সঙ্গে মানানসই রং বদল হবে ক্ষণে ক্ষণে। শঙ্খ, ঘণ্টা, কাঁসর ধ্বনিতে চলবে আলোর নান্দনিক খেলা। প্রায় ৪০ লক্ষ টাকা খরচ করে এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণেশ্বর মন্দিরের মূল রাস্তা থেকে মায়ের মন্দির পর্যন্ত সংযোগের জন্য রাজ্যের তরফ থেকে তৈরি হয়েছে স্কাইওয়াক। ঠিক সেই আদলে কালীঘাট মন্দিরকে সাজিয়ে তুলতে চলেছে রাজ্য সরকার। রাসবিহারী অ্যাভিনিউ থেকে কালীঘাট মন্দিরে ঢোকার রাস্তায় তৈরি হতে চলেছে স্কাইওয়াক। মন্দির চত্বরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে টালি নালা সংস্কারের কাজও চলছে। টালি নালায় নোংরা ফেলা বন্ধ করতে কালীঘাট ব্রিজে বসানো হয়েছে লোহার জালও। সর্বোপরি, কালীঘাট মন্দির ধর্মীয় পর্যটক কেন্দ্র হিসাবে তৈরি হতে চলেছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।