নিজাম প্যালেস নয়, কেষ্ট গেলেন উডবার্নে

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:ফের সিবিআই হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই নিয়ে চতুর্থবার তিনি সিবিআই হাজিরা এড়িয়েছেন। অনুব্রত মণ্ডলের আইনজীবী সিবিআইকে জানিয়েছে, হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর মক্কেল হাজিরা দেবেন না সিবিআইয়ের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই সিবিআইয়ের পক্ষ থেকে কড়া চিঠি দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। তাতে বলা হয়েছিল এবার হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে আইনত কড়া পদক্ষেপ করা হবে।নিজাম প্যালেসের বদলে বুধবার সকাল সকাল চলে গেলেন এসএসকেএম হাসপাতালে। তিনি সিবিআইয়ের কাছে হাজিরা দিতে আসবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিলই। মঙ্গলবার বোলপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি।রাতেই কলকাতা পৌঁছন। বুধবার সিবিআই তাঁকে তলব করেছে। এই পরিস্থিতিতে যখন মনে করা হচ্ছিল এবার অন্তত নিজাম প্যালেসে পা রাখবেন কেষ্ট মণ্ডল, তখন সেই জল্পনাও ভেস্তে গেল আরও একবার। শারীরিক অসুস্থতার কারণে নিজাম প্যালেসের বদলে এসএসকেএম হাসপাতালে গেলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। এদিন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে যান অনুব্রত মণ্ডল। মুখে কিছুই বলেননি। তাঁর গাড়ি দেখেই উডবার্নের সামনে সাংবাদিকদের হুড়োহুড়ি পড়ে যায়। নিজাম প্যালেসের সামনে চাপা গুঞ্জন, উত্তেজনা কাজ করছিল। শেষ মুহূর্তে বড় টুইস্ট আনলেন কেষ্ট। সিবিআইয়ের বদলে তাঁর গাড়ি ঘুরে গেল এসএসকেএমের দিকে। এর আগে তিন বার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। কখনও ভোটের ব্যস্ততা তো কখনও শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন অনুব্রতবাবু। দু’দিন আগে আসানসোলে তাঁকে যখন প্রশ্ন করা হয়, সিবিআই তো আবার ডাকল। আপনি কি যাবেন? জবাবে অনুব্রত বলেছিলেন, দেখা যাবে। বলেছিলেন, ‘সিবিআই দারুণ কাজ করছে।’ কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা এখনই অনুব্রত মণ্ডলকে জেরা করার সুযোগ পাচ্ছেন না। তাঁদের অপেক্ষা আরও বাড়ল।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।