নোবেল চুরিতে জড়িত তৃণমূল, রবীন্দ্রজয়ন্তীতে বিস্ফোরক বিজেপি নেতা 

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরিতে জড়িত তৃণমূল। সোমবার রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর পর এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর অভিযোগ, নোবেল পদক উদ্ধারে CBIকে সাহায্য করেনি রাজ্য সরকার।কবিগুরুর ১৬১ তম জন্মদিন পালন করছে আজ বাংলার মানুষ। বিভিন্ন জায়গাতে সাড়ম্বরেই ২৫ বৈশাখ পালিত হচ্ছে। আর এর মধ্যেই রাহুল সিনহার এহেন মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। রাহুল সিনহা বলেন, নোবেল খোঁজার সময়ে নানাভাবে রাজ্য সরকারের তরফে অসহযোগিতা করা হয়েছে। আজ তাঁরা জিজ্ঞেস করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল কোথায়? প্রশ্ন রাহুলের। শুধু তাই নয়, তিনি বলেন, নোবেল কেউ খুঁজে না পেলে, উনি খুঁজে দেবেন বলেছিলেন। আর এহেন বলতে গিয়েই বিস্ফোরক দাবি বিজেপি নেতার। বলেন তৃণমূল বাংলার সমস্ত চুরি, ধর্ষণ সহ একাধিক ঘটনার সঙ্গে জড়িত। এই প্রেক্ষিতে একেবারে কড়া ভাষায় প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের এক মুখপাত্র জানিয়েছেন, ‘২০০৪ সালে নোবেল পদক চুরি গিয়েছে। তখন তো তৃণমূল ক্ষমতায় ছিল না। আর রাজ্য সরকার যদি তদন্তে অসহযোগিতা করে থাকে তাহলে কেন আদালতে তা জানাল না সিবিআই?’২০০৪ সালের ২৫ এপ্রিল শান্তিনিকেতনের সংগ্রহশালা থেকে চুরি যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক। তার ৬ দিন পর তদন্তভার নেয় সিবিআই। কিন্তু আজও খোঁজ পাওয়া যায়নি চুরি যাওয়া সেই পদকের।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।