পালিত হচ্ছে আম্বেদকর জয়ন্তী 

Spread the love

সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকর । তাঁকে শ্রদ্ধা জানাতে ১৪ এপ্রিল পালিত হয় আম্বেদনকর জয়ন্তী বা ভীম জয়ন্তী। ১৩১ তম জন্মবার্ষিকী আজ তাঁর। সংবিধানের জনক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন দার্শনিক, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।স্বাধীন ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী ছিলেন তিনি। এমনকি দলিতদের অধিকারের জন্য সারা জীবন লড়াই করেছেন। বৈষম্য, অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি।জাতপাত, ধর্মান্ধতা এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি দীর্ঘ দিন লড়াই করেছেন। এছাড়াও তিনি নারী ও শ্রম অধিকারের একজন শক্তিশালী সমর্থক ছিলেন। ১৯৫৬ সালে ৬ ডিসেম্বর মৃত্যু হয় বি আর অম্বেডকরের। ১৯৯০ সালে তাঁকে মরোণত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়। আম্বেদকর জয়ন্তীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী – সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা সংসদে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।