পিকে-সিধুর নয়া রাজনৈতিক সমীকরণ?  

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: নয়া রাজনৈতিক দল তৈরির ইঙ্গিত দিয়ে ফের নজরে পিকে। প্রশান্ত কিশোরের টুইট ঘিরে জোর চর্চা শুরু জাতীয় রাজনীতিতে। পিকের উদ্দেশ্যে পাল্টা টুইট সিধুর। সম্প্রতি টুইটারে পিকের বক্তব্য , ”গণতন্ত্রে অর্থপূর্ণভাবে অংশ নেওয়ার ও জনতার পক্ষে নীতি গঠনে সাহায্যের জন্য ১০ বছর ধরে অন্বেষণ করলাম। এখন রিয়েল মাস্টার হওয়ার সময় এসেছে। ইস্যুগুলো আরও ভালো করে বুঝতে মানুষের কাছে যাওয়ার সময় এসেছে।  এছাড়াও টুইটের শেষাংশে  লিখেছেন, ‘শুরুয়াত বিহার সে’। অর্থাৎ, বিহার থেকেই পথচলা শুরু হচ্ছে। এই টুইট এর পরই শুরু রাজনৈতিক ধোঁয়াশা। প্রশান্ত কিশোরের ইঙ্গিতপূর্ণ টুইটের প্রেক্ষিতে পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সিধু  টুইটারে লিখেছেন, ”প্রথম পদক্ষেপ অর্ধেক লড়াই আমার বন্ধু। আমাদের সংবিধানের চেতনাকে সম্মান জানানোর জন্য আপনার সর্বদা প্রচেষ্টা রয়েছে,মানুষের ক্ষমতা মানুষের কাছেই ফেরা উচিত।”  এর পাশাপাশি উল্লেখ্য সোনিয়া গান্ধীর কংগ্রেসে যোগ দেবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পিকে‌ এবং একই সঙ্গে পাঞ্জাব কংগ্রেসে ইস্তফা দিয়েছেন সিধু । এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান বিহার নির্বাচনে নতুন দলের সাথে আগমন ঘটতে পারে পিকের‌ সাথে দেখাও মিলতে পারে নভজ্যোত সিং সিধু।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।