পিস প্রতি ১০ টাকা, “পাতি” নয় পাতিলেবু!

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: বাড়ছে গরম, পাল্লা দিয়ে বাড়ছে ডিমান্ডও। গরমকালে পাতি লেবুর শরবত ছাড়া ঠিক আয়েস করা যায় না। তাই বাজারে চড়া চাহিদা পাতিলেবুর। কিন্তু   ১০ টাকা পিস লেবু কি আর “পাতি” থাকে? সম্প্রতি কলকাতা ও বিভিন্ন শহরতলিতে লেবুর ব্যাপক দাম বৃদ্ধি পেয়েছে। আগে প্রতি বছর ,গরমের সময় পাইকারি মার্কেটে ১০০টি পাতিলেবুর দাম থাকত ২০০ টাকা। কিন্তু সেই দাম বর্তমানে  দাঁড়িয়েছে ৬০০ টাকায়। অর্থাৎ পাইকারি বাজার থেকেই খুচরো সবজি বিক্রেতাদের ৬ টাকা প্রতি পিস হিসেবে ১০০টি লেবু কিনতে হচ্ছে। তাই খুচরো বাজারে বিকোচ্ছে পিস প্রতি ১০ টাকায়। আর তাতে ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা দুপক্ষই। ক্রেতারা  বলছেন, জীবনে কখনও এত দামে লেবু কেনেননি। বর্তমানে চলছে নবরাত্রি ও রমজানের মতো ধর্মীয় আচার। এই দিনগুলিতে সাধারণত পাতিলেবুর চাহিদা থাকে বেশ। কিন্তু এবারে এত বেশি দাম বৃদ্ধির জেরে  বাধ্য হয়ে পাতিলেবু কেনা কমিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।