প্রকাশ্যে  “মিনি”-র ট্রেলার 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: সম্প্রতি মুক্তি পেয়েছে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং পরিচালক মৈনাক ভৌমিকের ছবি “মিনি” -র ট্রেলার। বোনঝির (অনন্যা চ্যাটার্জি) নাম “মিনি” হলেও সে মাসির থেকে অনেকটা বেশি ম্যাচিওর। এর সাথেই ধরা দিয়েছে মাসি এবং বোনঝির এক বন্ধুত্বের সম্পর্ক। বোনঝির চরিত্রের হাত ধরেই প্রথম বড়পর্দায় পা রেখেছে‌ অনন্যা চ্যাটার্জি। ট্রেলারে দেখা যায়, ‘তিতলি’ (মিমি চক্রবর্তী), একজন স্বাধীন মহিলা। তিতলির জীবন একেবারে পাল্টে যায় যখন তার দিদি হাসপাতালে ভর্তি হয় আর এই ঘটনাচক্রে বোনঝি মিনির দায়িত্ব তাকে নিতে হয়। সে সবকিছু কিভাবে হ্যান্ডেল করে নিজের ক্যারিয়ারে ফোকাস করবে সেই নিয়েই গল্প ।  মিমি চক্রবর্তীর কথায়, “মৈনাকের সঙ্গে আমার প্রথম কাজ ‘মিনি’। তিতলি চরিত্রের জন্য লকডাউনের সময় মৈনাক আমায় ফোন করে। প্রথমবার পড়েই স্ক্রিপ্টটা আমার ভাল লেগেছিল। তিতলির দৃষ্টিভঙ্গি অনেকটা আমার মতো। ও যেভাবে কথা বলে, যেভাবে চলাফেরা করে, যা পোশাক পরে, সব কিছুতেই মিল আছে। ছবিতে নারীকেন্দ্রিক স্ক্রিপ্ট খুব কমই লেখা হয়। আমি এমন একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি, যেখানে পরিচালক আমার কথা ভেবেই চিত্রনাট্য লিখেছেন। একজন অভিনেতা হিসাবে আমি মন করি, ‘মিনি’, আমায় মৈনাকের দেওয়া একটা দারুণ উপহার।” পরিচালক মৈনাক ভৌমিকের সব ছবির মধ্যেই থাকে একটি সম্পর্কের গতিপথ। মিনি ছবিতেও তার অন্যথা হয়নি। বোনঝি ও মাসির গুরুগম্ভীর সম্পর্ক ছক থেকে বেরিয়ে দেখাতে চেয়েছেন এক বন্ধুত্বের সম্পর্ক। সাথেই ছবির দুষ্টু মিষ্টি গল্পের মধ্যেই লুকিয়ে আছে সামাজিক বার্তা। মিনির শুভ মুক্তি ৬ই মে, অপেক্ষায় আর মাত্র কিছুদিন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।