প্রতীক্ষার অবসান, আজ আবার খুলল বেলুড় মঠ

Spread the love

প্রতীক্ষার অবসান, আজ আবার খুলল বেলুড় মঠ নিজস্ব প্রতিবেদন: প্রায় দেড় মাস পর আবার খুলে গেল বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর স্বামীজীর জন্মতিথি পালনের পর কোভিডের কারণে বন্ধ হয়ে যায় বেলুড়। বুধবার থেকে সাধারণ মানুষের জন্য আবারও খুলে গেল বেলুড় মঠ । গত ২৭ ডিসেম্বর থেকে রাজ্যা করোনার প্রকোপ বেড়ে যাওয়া এবং বেলুড় মঠে বেশি জনসমাগমের কারণে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সকাল ৭ টায় ভক্তদের জন্য দরজা খোলা হবে, ১১টা অবধি খোলা থাকবে। আবার বিকেল ৩.৩০থেকে ৫.৩০টা অবধি মিলবে প্রবেশাধিকার। তবে, মন্দির দর্শন ও মহারাজদের প্রণাম করার অনুমতি থাকলেও এখনই মিলবে না সন্ধ্যারতি দেখার সুযোগ। হবে না ভোগ বিতরণও। তবে, শিবরাত্রির দিন প্রথম-প্রহরের পুজোয় ভক্তরা উপস্থিত থাকতে পারবেন না। তবে আগামী ৪মার্চ শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে।এছাড়াও, ৪ঠা মার্চ ২০২২, শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে বেলুড় মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য কেবল নির্দিষ্ট সময়ে খোলা থাকবে। ঐদিন সকাল ৬.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত ও বিকাল ৩.৩০টা থেকে ৫.৩০টা পর্যন্ত মঠ খোলা থাকবে। এছাড়াও ঐ দিনের অনুষ্ঠানগুলি এবং বৈকালিক ধর্মসভা ইউ-টিউব -এর মাধ্যমে সম্প্রচারিত হবে। আগের মতোই কোভিড বিধি মেনে ঢুকতে হবে ভক্ত ও সাধারণ দর্শকদের। মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তীকালে পরিস্থিতি খতিয়ে দেখে কোভিড বিধি শিথিল করা হবে। করোনা আবহে গত ১ জানুয়ারি থেকে বন্ধ ছিল বেলুড় মঠ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।