প্রথম মহিলা অর্থমন্ত্রী, আজ বাজেট পেশ করবেন 

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: একগুচ্ছ জনমুখী প্রকল্পকে সামনে রেখে একুশের নির্বাচনে লড়েছিল তৃণমূল কংগ্রেস। তার ফলও মিলেছে ভোটে। রাজ্য বাজেটে তেমনই কিছু জনমুখী প্রকল্পের চমক রাখবে সরকার, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।আজ শুক্রবার রাজ্য বাজেট। প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থ দফতরেরই প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এবার স্বাধীন দায়িত্ব পেয়েছেন। রাজ্য রাজনীতিতে মহিলাদের গুরুত্ব ক্রমেই বাড়ছে। রাজ্য আগেই মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির আসনেও বসেছেন মহিলা । এবার মহিলা অর্থমন্ত্রী হিসেবে প্রথম রাজ্যে বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য । সম্প্রতি অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য|আর অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অমিত মিত্রর পর এই দফতর নিজের হাতেই রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল |কিন্তু পূর্ণমন্ত্রী করা হয়নি তাঁকে। 2021-এ মমতা বন্দোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই অর্থ দফতর নিয়ে দোলাচল ছিল । কারণ প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র একুশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ।ফল প্রকাশের পর দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতেই ছেড়ে দিয়েছেন অর্থ দফতর|মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেও সেসময় বাজেট পেশ করার সময় না আসায় তাঁকে বাজেট পেশ করতে হয়নি ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।