প্রয়াত পিয়ারলেসের কর্ণধার

Spread the love

স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: বাণিজ্যজগতে নক্ষত্র পতন। প্রয়াত বিশিষ্ট শিল্পপতি পিয়ারলেস গোষ্ঠী সুনীল কান্তি রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তার ঝুলিতে ছিল পদ্মশ্রীর সম্মান। বার্ধক্যজনিত কিছু কারণে তিনি বেশ কিছুদিন ধরে নিজেদের গোষ্ঠির হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তারপর গতকাল, রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার অবদান শুধু উদ্যোগপতিতেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন সমাজসেবামূলক কাজেও বিশেষ অবদান রয়েছে। শিল্পপতির প্রয়াণে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বিশিষ্ট শিল্পপতি সুনীলকান্তি রায় (এস কে রায়)-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। শিল্পপতি সুনীলকান্তি রায় তাঁর কাজের জন্য ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছিলেন। তাঁর প্রয়াণে শিল্প ও বাণিজ্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুনীলকান্তি রায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” উল্লেখ্য, অগ্রগণ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায় ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন তিনি। তাঁর বিশেষ অবদান রয়েছে আর্থিক, বিমা, স্বাস্থ্য, হোটেল, আবাসন, অটোমোবাইল, সিকিউরিটি ইত্যাদি ক্ষেত্রে। এছাড়াও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যে তার অবদান আছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।