বাংলার দিকে সাহায্যের হাত বাড়াল কেন্দ্র

Spread the love

স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: বাংলার দিকে সাহায্যের হাত বাড়াল কেন্দ্রে। পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার জন্য ৪৭৫ কোটি ৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট বরাদ্দ ১ হাজার ৮৮৭ কোটি ২৩ লক্ষ টাকা। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাকৃতিক বিপর্যয় ক্ষেত্রে বাংলা ছাড়া বিহার, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং সিকিমের জন্য অর্থ বরাদ্দ করা হয়। গত বছর আগে বন্যা, ধস, ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাংলা সহ এই পাঁচটি রাজ্যের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। বরাদ্দ এই অর্থে মধ্যে বিহারের জন্য ১ হাজার ৩৮ কোটি, রাজস্থানের জন্য ২৯২ কোটি ৫১ লক্ষ, সিকিমের জন্য ৫৯ কোটি ৩৫ লক্ষ টাকা ও হিমাচল প্রদেশের জন্য ২১ কোটি ৩৭ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।