বাজেয়াপ্ত কোটি টাকার হাতির দাঁতের তৈরি মূর্তি 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা :  হাওড়া বন দফতর ও ওয়াইল্ড লাইফের যৌথ অভিযানে হুগলির বেগমপুর থেকে উদ্ধার হলো হাতির দাঁতের তৈরি মূর্তি। জানা যাচ্ছে এই মূর্তি গুলি বিদেশ থেকে পাচার হয়ে আসা । যার মূল্য বর্তমানে কয়েক কোটি টাকা । এই যৌথ অভিযানে চারটি হাতির দাঁতের মূর্তি উদ্ধার করা হয় হুগলির বাসিন্দা নারায়ণ মাঝি নামে এক ব্যক্তির কাছ থেকে এবং তাকে গ্রেফতারও করা হয়। পাশাপাশি মূর্তিগুলো বাজেয়াপ্ত করা হয়। এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত আছে বলে মনে করছেন এই যৌথ বাহিনী।ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গিয়েছে ,১০ কোটি টাকা মূল্যের  হাতির দাঁতের তৈরি  ওই ৪টি মূর্তি বিক্রির ছক কষেছিল দুষ্কৃতীরা এবং নারায়ণ মাঝিকে সেই বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছিল। হাওড়া বনদফতরের মুখ্য আধিকারিক নিরঞ্জিতা মিত্র জানান, এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এর সাথে আরও কারা যুক্ত আছে সেই তদন্ত শুরু করা হয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।