বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর মুখে বামেদের প্রসঙ্গ

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য  সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল বাম-কাহিনী। তাঁর সমর্থনে সুর মেলালেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার। পাল্টা কটাক্ষ করতে পিছুপা হয়নি বামেরা। এইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রিভিয়াস লেফ গভর্নমেন্ট রেজিমে ম্যান ডেজ নষ্ট হত. এখন নো ম্যান ডেজ ইস লস্ট, ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক, আগে লোডশেডিং হত, এখন হয় না।” মুখ্যমন্ত্রীর বক্তব্যর প্রেক্ষিতে বিরোধীরা তাঁকে খোঁচা দিয়ে সিঙ্গুর নন্দীগ্রামের প্রসঙ্গ তোলেন। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “বামেদের জমানায় কতবার বন্ধ ডেকেছিলেন হিসেব করে বলুন। ১১ বছরে ক’টা কারখানা বন্ধ হল, কতজন কর্মচ্যুত হল, সেটা সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করে বলুন।” তারপরেই শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ” এগারো বছর আগে উপেক্ষা ছিল, ডিসডেইন ছিল,আমরা অনেকে অন্যত্র যাওয়ার কথা ভাবছিলাম। তারপর একজন নেত্রী এলেন, আগে কর্মদিবস নষ্ট হত, এখন হয় না।”
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।