বাণিজ্য সম্মেলন নাকি “পিকনিক”! খাদ্যতালিকা প্রকাশ্যে এনে কটাক্ষ বিজেপির 

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: রাজ্য সরকার দ্বারা আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হতেই আক্রমণাত্মক মন্তব্য বিজেপির। সম্মেলনে আসা অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা কি ছিল তার মেনু প্রকাশ করে দলের একাধিক নেতার দাবি, শিল্পের নামে ‘পেটপুজো’ হয়েছে। বাণিজ্য সম্মেলনে দুদিনের তালিকায় এশীয় খাবারের কাউন্টারে ছিল স্পাইসি স্যালমন রোল উইথ ওয়াসাবি মায়ো, শ্রিম্প মাকি রোল, ক্যালিফোর্নিয়া রোল, চিকেন তাই রেড কারি এবং জাসমিন স্টিমড রাইস। এ ছাড়াও মেনুতে ছিল গ্রিন স্যালাড, পিকড ওনিয়ন, মাটন দম বিরিয়ানি, চিকেন চাপ, ডাল মাখানি, অ্যাসর্টেড ইন্ডিয়ান ব্রেডস, বেবি নান, মশালা কুলচা। ইটালিয়ান কাউন্টারে ছিল বিভিন্ন ধরনের পাস্তা। আর মিষ্টির মধ্যে আম রসগোল্লা, কালোজাম, রাবড়ি, অমৃতি, কুলফি, আইসক্রিম ইত্যাদি। তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপির অভিযোগের পাল্টা বলেছেন,”এটা অত্যন্ত কুরুচিকর আক্রমণ। বাণিজ্য সম্মেলনে অতিথিদের খাওয়াদাওয়ার আয়োজন থাকাটা স্বাভাবিক। সেটা বাংলায় তো আরও বেশি। কারণ, বাঙালি অতিথিপরায়ণ হিসেবে গোটা দেশে পরিচিত।” এছাড়াও তিনি জানান “মেনুতে বাঙালির প্রিয় ঝালমুড়িও ছিল।”
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।