বাবুলের সমর্থনে প্রচার অভিষেকের

Spread the love

সংবাদ সংস্থা: বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে আজ রোড শো করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবুলকে পাশে নিয়ে বলেন, ব্যক্তিকে নয়, ভোট দিন তৃণমূলকে দেখে। ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, ভোট দিন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে মনে রেখে। অভিষেকের এই বক্তব্যকে খুবই তাত্‍পর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন হচ্ছে রাজ্যের প্রবীণ মন্ত্রী তথা ওই কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণের কারণে। বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়কে সেখানকার উপনির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। দলীয় সূত্রের খবর, উপনির্বাচন হওয়া সত্ত্বেও বালিগঞ্জে তৃণমূল খুব স্বস্তিতে নেই। বাবুলের জয় নিয়ে সংশয় না থাকলেও মার্জিন নিয়ে দল চিন্তিত। কারণ, বাবুলকে নিয়ে দলে এবং এলাকার মানুষের মধ্যে আপত্তি আছে। অনেকেই বলছেন, সুব্রত মুখোপাধ্যায়ের মতো হেভিওয়েট রাজনীতিকের শূন্যস্থান পূরণের‌ জন্য মূলধারার কোনও তৃণমূল নেতাকে প্রার্থী করলে ভাল হতো। অনেকে স্থানীয় প্রার্থীর প্রসঙ্গও তুলেছেন। বাবুলের রাজনৈতিক অতীতও সেখানে তৃণমূল শিবিরের আলোচনায় আসছে। কারও কারও মতে, দলীয় সূত্রে বালিগঞ্জ নিয়ে এমন তথ্য কানে আসায় অভিষেক ব্যক্তি নয়, দল, দলনেত্রী মমতা বন্দ্যোাধ্যায় এবং প্রয়াত সুব্রতবাবুর নামে ভোট চেয়েছেন এদিন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।