বালিগঞ্জ-আসানসোলের ফল আজ  

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচনের ফলপ্রকাশ আজ। তৃণমূলের তরফ থেকে বালিগঞ্জে লড়েছেন বাবুল সুপ্রিয় এবং আসানসোলে ছিলেন শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে, আসানসোলে বিজেপি প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পল এবং বালিগঞ্জে ছিলেন কেয়া ঘোষ। লড়াইয়ে রয়েছেন বামেরা। কড়া নজরদরিতে ভোট গণনা। ভিতরে ও বাইরে নিরাপত্তার প্রথম বলয়ে থাকছে রাজ্য পুলিশের কমব্যাট বাহিনী। দ্বিতীয় বলয়ে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের কর্মীরা থাকবেন। থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হবে গণনা শুরুর ৩০ মিনিট আগে। নির্বাচন কমিশনের নির্দেশ, গণনা কেন্দ্রের ভিতরে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। বাইরে থাকবে স্যানিটাইজারেরও ব্যবস্থা। রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে অবজার্ভার ও রিটার্নিং অফিসার সকাল ৮টায় স্ট্রংরুমে ঢুকবেন। সকলের উপস্থিতিতে স্ট্রংরুম খোলা হবে কেন্দ্রীয় বাহিনীর সামনে।বালিগঞ্জে ১৬টি টেবিলে ১৮ রাউন্ড গণনা হবে।আসানসোলে ১৭ টেবিলে ১৪ থেকে ১৮ রাউন্ড গণনা হবে বলে খবর। ভোট গণনাকে কেন্দ্র করে দুই এলাকায় চাপা উত্তেজনা কাজ করছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার সুব্রত মুখোপাধ্যায়ের শূন্যস্থানে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল। আসানসোলে বাবুলের ছেড়ে দেওয়া পদে আবার তৃণমূল বাজি ধরেছে শত্রুঘ্ন সিনহাকে। শনিবার বেলার দিকেই ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাবে। আসানসোলের গণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। আর বালিগঞ্জের প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে হেস্টিংস টিচার ট্রেনিং কলেজে। গণনার রাজনৈতিক গুরুত্বকে মাথায় রেখে স্ট্রংরুমে জোরালো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।