বিশ্ব ক্রিকেটে ছুটছে চাকদহ এক্সপ্রেস 

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: ভেঙে দিলেন ৩৪ বছরের পুরনো রেকর্ড।মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এখন বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদকে সাজঘরে ফিরিয়ে ৪০টি উইকেট নিলেন ভারতের এই সিনিয়র পেসার । ভেঙে দিলেন ৩৪ বছরের পুরনো রেকর্ড। এতদিন যা ছিল ৩৯ উইকেট নেওয়া লিন ফুলস্টনের দখলে। তবে এবার তাঁকে টপকে এগিয়ে গেলেন বাংলার মেয়ে। মেয়েদের একদিনের ক্রিকেটেও সর্বাধিক উইকেটের মালিক ঝুলন। ১৯৮ ম্যাচে ২৪৯ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ৪৪ এবং টি-টোয়েন্টিতে ৫৬ উইকেট রয়েছে ঝুলনের দখলে। শনিবারের ম্যাচে ১টাই উইকেট নেন বাংলার পেসার। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারায় ভারত। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৩১৭ রান তোলেন মিতালিরা। ওপেনার স্মৃতি মান্ধানা ১২৩ আর হরমনপ্রীত কৌর ১০৯ রান করেন। জবাবে ১৬২ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বিশ্বকাপের ৩১টি ম্যাচে ৪০টি উইকেট। ঝুলনের এমন রেকর্ড অসাধারণ বললেও হয়তো কম বলা হবে। আর এবার বিশ্বকাপে যেন কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন বাংলার পেসার।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।