‘রাজনৈতিক সাহায্য’ চেয়ে মোদিকে ফোন জেলেনস্কির

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের তৃতীয় দিনে ইউক্রেনের প্রেসিডেন্টের ফোন এল নয়া দিল্লিতে। এদিন সকালেই নিরাপত্তা পরিষদে ভোটাভুটি থেকে বিরত থেকেছে ভারত। ইউক্রেনের আবেদনে আগেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার মোদীর কাছে সরাসরি ফোন এলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। টুইট করে এই কথা জানিয়েছেন স্বয়ং জেলেনস্কি। শনিবার বিকেল নাগাদ তিনি মোদিকে ফোন করে ‘রাজনৈতিক সাহায্য’র আরজি জানালেন। টুইটে নিজেই এ কথা জানালেন তিনি। প্রায় ১ লক্ষ রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়ে তাণ্ডব চালাচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু করেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করার আরজি জানিয়েছেন জেলেনস্কি। তবে তাঁদের মধ্যে আর কি কথা হয়েছে বা মোদী তাঁকে কি বলেছেন সেই নিয়ে কিছু বলতে চাননি ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে এই যুদ্ধ নিয়ে গোটা বিশ্বের কাছে ভারতের দৃষ্টি কোন দিকে থাকবে সেই দিকেই তাকিয়ে গোটা পৃথিবীর রাষ্ট্র নায়করা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।