রাশিয়া হানায় ধ্বংস বৃহত্তম কার্গো-বিমান

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার হানায় ধ্বংস হল বিশ্বের বৃহত্তম কার্গো বিমান ‘এএন-২২৫ ম্রিয়া’। রাজধানী কিয়েভের কাছে প্রচণ্ড লড়াইয়ের সময়ে রুশ বাহিনীর ছোঁড়া একটি মিসাইলের আঘাতে জ্বলে ওঠে বিমানটি। ইউক্রেনের তৈরি ওই বিশালদেহি পণ্যবাহী বিমানটি পৃথিবীর বৃহত্তম কার্গো বিমান ছিল। ইউক্রেনীয় ভাষায় ‘ম্রিয়া’ শব্দের অর্থ স্বপ্ন। রাশিয়ার আক্রমণে সেই স্বপ্নের ধ্বংসের ফলে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হল ইউক্রেনকে। আশির দশকে সোভিয়েত জমানায় তৈরি করা হয়েছিল এই বিমান। বর্তমানে ইউক্রেনীয় সংস্থা ‘আন্তনোভ’ এই বিমানটি তৈরি করে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা গোটা ঘটনাটি টুইট করে জানিয়েছেন যেখানে তিনি বিমানটির একটি ছবি পোস্ট করে লিখেছেন,“বিশ্বের বৃহত্তম বিমানটিকে ওরা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আমাদের ‘স্বপ্ন’ কখনও ধ্বংস হবে না।” অন্যদিকে, পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। পরমাণু অস্ত্রসহ রুশ সেনাকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মনে করা হচ্ছে, ন্যাটো সামরিক জোটের তরফে পরমাণু হামলা হতে পারে, তাই এই পদক্ষেপ রাশিয়ার। দুই তরফে আলোচনার টেবিলে বসার কথা হলেও রাশিয়া জানিয়ে দিয়েছে, বৈঠক চলাকালীনও হামলা থামাবে না। গোটা বিশ্বকেই এই মুহূর্তে ভাবাচ্ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।