রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড রাশিয়া

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: ইউক্রেন রাশিয়া সংঘাতের মধ্যেই সম্প্রতি সামনে এসেছে বুচা গণহত্যার কথা। দিন কয়েক আগেই বুচা পুনর্দখল নিয়েছে ইউক্রেন। এই শহর পুনর্দখলের পর ইউক্রেনীয় সেনারা শহরে করে দেখেন রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে লাশের পাহাড়। এমনকি বহু বেসামরিক সাধারণ মানুষকে খুন করে তাঁদের দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইউক্রেনীয় সেনার আধিকারিকরা। এবার এই ঘটনার জেরেই রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড করা হল রাশিয়াকে। তবে উল্লেখযোগ্য ভাবে এবারও ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। বৃহস্পতিবার রাতে আমেরিকার নেতৃত্বে রাষ্ট্রসংঘের মঞ্চে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে মোট ৯৩টি দেশ। অন্যদিকে আমেরিকার আনা ওই প্রস্তাবের বিরোধিতা করে ভোট প্রদান করেছে ২৪টি দেশ। সেই সঙ্গে ভারতসহ মোট ৫৮ টি দেশ এই প্রস্তাবে ভোট প্রদান করা থেকে বিরত থেকেছে। যেহেতু অধিকাংশ দেশই এদিন রাশিয়ার বিপক্ষে গিয়েছে তাই রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাময়িককালের জন্য সাসপেন্ড করা হয়েছে রাশিয়াকে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।