রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ হোক, বিস্ফোরক টুইট তসলিমার 

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:এবার রাস্তায় বসে নমাজ পড়ার বিরোধিতা করলেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক চড়তে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ তাঁর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে। আবার লেখিকার পাশেও দাঁড়িয়েছেন অনেকে। পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত সামনে আসছে।সম্প্রতি তসলিমা নাসরিন টুইট করে জানিয়েছেন, তিনি নামাজ পড়াকে সমর্থন করেন অবশ্যই। কিন্তু রাস্তা আটকে অসুবিধার সৃষ্টি করে যখন নামাজ পড়া হয়, তখন তিনি তা সমর্থন করেন না। খুব স্বাভাবিকভাবেই তসলিমা নাসরিনের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চর্চা। বরাবরই স্পষ্ট ভাষায় মনের ভাব প্রকাশ করে থাকেন তসলিমা নাসরিন।আগেও ধর্ম নিয়ে একাধিক মন্তব্য করেছেন তসলিমা। সেই সমস্ত মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক হয়। দিন কয়েক আগেও বাংলাদেশ নিয়ে একাধিক টুইট করেন তিনি।এর আগে বাংলাদেশের স্কুলে বোরখা নিষিদ্ধ হওয়া নিয়ে মুখ খুলেছিলেন তিনি। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো, বাংলাদেশ থেকে হিন্দুদের বিতারিত করা নিয়েও সিনেমা বানানোর আবেদন করেন তিনি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।