রেলে টিকিট বুকিংয়ে পোষ্টপেইড পরিষেবা পেটিএমের  

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: Amazon, Flipkart-এর মতো Buy Now, Pay Later পরিষেবা চালু  Paytm। Paytm Payment Gateway-র মাধ্যমে করা যাবে । পোস্টপেইড সার্ভিসের জন্য সহযোগিতায় আছে  IRCTCও। Paytm-এর নতুন এই সুবিধার ফলে IRCTC-র অ্যাপ থেকে যেকোনও গন্তব্যের ট্রেন টিকিট বুকিং করা এখন সম্ভব । আর এখন থেকে  বুকিংয়ের সময় কোনও টাকা দিতে হবে না। পরে সুবিধামতো ওই টাকা Paytm-কে মিটিয়ে দিলেই হবে।এবিষয়ে Paytm Payment Service-র চিফ এগজ়িকিউটিভ অফিসার প্রবীণ শর্মা বলেন, যাঁরা IRCTC-র মাধ্যমে ট্রেন টিকিট বুকিং করতে চাইছেন তাঁদের জন্য Paytm Postpaid (BNPL)। IRCTC-র সঙ্গে যৌথ উদ্যোগে আমরা Paytm Payment Gateway-র এই ব্যবস্থা আনছি। আশা করছি মানুষের অনেক পেমেন্ট বিষয়ের সমস্যার অবসান ঘটবে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।