শ্রেয়া কি সাধনের ছেড়ে যাওয়া আসনে? জল্পনা

Spread the love

শ্রেয়া কি সাধনের ছেড়ে যাওয়া আসনে? জল্পনা নিজস্ব প্রতিবেদন: রবিবার সকালে মুম্বইয়ে জীবনাবসান হয়েছে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের। তাঁর মৃত্যুতে কার্যত অভিভাবক শূন্য হল মানিকতলা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে আজ রাজ্য সরকার অর্ধদিবস ছুটিও ঘোষণা করেছে। গতকাল রাত সোয়া ১টা নাগাদ মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় সাধন পাণ্ডের মরদেহ। সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে। বিমানবন্দরে দীর্ঘদিনের সতীর্থকে শেষ শ্রদ্ধা জানান তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা। এর পর দেহ নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে। এদিকে তাঁর প্রয়াণের পরেই জোর চর্চা শুরু হয়েছে কে বসবেন তাঁর ছেড়ে যাওয়া আসনে? তবে এক্ষেত্রে সবথেকে আগে উঠে আসছে তাঁরই কন্যা শ্রেয়া পাণ্ডের নাম। সাধন বাবু জীবিত থাকাকালীনও দলের বিভিন্ন কর্মসূচি একেবারে ঝাঁপিয়ে পড়তেন শ্রেয়া। ইদানিং সাধন পাণ্ডে অসুস্থ থাকার জেরে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সেভাবে অংশগ্রহণ করতে পারছিলেন না। তখনও হাল ধরেন শ্রেয়া। একাধিক দলীয় কর্মসূচিতে, স্থানীয় এলাকায় নাগরিক পরিষেবা সুনিশ্চিত করার জন্য বার বার এগিয়ে এসেছেন শ্রেয়া। উল্লেখ্য, উত্তর কলকাতার বটতলা বিধানসভা কেন্দ্র থেকে টানা ৬ বার জিতেছেন সাধন বাবু। হয়েছিলেন ক্রেতাসুরক্ষা দপ্তরের মন্ত্রী। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন সাধন পাণ্ডে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভোটের ময়দানে ছিলেন তিনি। জয়ও এসেছিল। কিন্তু তারপর থেকে অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরেই ছিলেন তিনি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।