১২ বছরের মধ্যে তলিয়ে যাবে তিলোত্তমা? 

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:আগামী ১২ বছরের মধ্যে কলকাতা জলের তলায়| ধ্বংস হতে চলেছে তিলোত্তমা |সাম্প্রতিক নাসার রিপোর্ট তেমনটাই বলছে।এমনটাই ইঙ্গিত দিচ্ছে নাসার PCC Climate Change Report 2022। এই নিয়ে ভূতত্ত্ববিদদের একাাংশের দাবি,নাসার রিপোর্ট অনুযায়ী, আগামী ১২ বছরে বঙ্গোপসাগর খিদিরপুর অবধি চলে আসতে পারে। অর্থাৎ, খিদিরপুর জলের নীচে চলে যেতে পারে। তাঁদের এও বক্তব্য, আগামী ১২ থেকে ১৫ বছরের মধ্যে কলকাতার বেশিরভাগটাই জলের তলায় চলে যাবে।’‌

শহর কলকাতার কোন কোন অংশ বেশি বিপজ্জনক, তাও নির্দিষ্ট করে জানিয়েছেন ভূতত্ত্ববিদরা। তাঁরা বলেছেন, “কলকাতা মাটির নীচের অংশ অনেকটাই ফাঁপা। পাশাপাশি কলকাতা যে পরিমাণ ভার বহন করতে পারে তার থেকে অনেক বেশি চাপ পড়ছে। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় ধস নামছে। বলা হচ্ছে, পুরসভার পাইপ ফেটেছে। কিন্তু, আদতে বিষয়টা তা নয়। আসলে মাটির নীচের অংশ অনেকাংশে ফাঁপা।যার ফলস্বরূপ এই ঘটনাগুলি ঘটছে। তাঁরা আরও জানান, এই উপকূলবর্তী এলাকাগুলি জলের তলায় চলে ‌গেলে দেশের ৪৫ কোটি মানুষ আগামী ১২ থেকে ১৫ বছরের মধ্যে তাঁদের জীবিকা হারাতে পারেন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।