৬ মাস পর দরজা খুলল কেদারনাথের

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:অবশেষে অপেক্ষার অবসান। খুলে গেল কেদারনাথের মন্দির। প্রতিবছরের মতোই শীতের সময় বন্ধ হয়ে গিয়েছিল কেদারনাথের মন্দির। তার ৬ মাস পর আজ, শুক্রবার সকাল ৬টা বেজে ২৫মিনিটে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা।নিয়ম মেনেই পুজোপাঠের আয়োজন করা হয়েছিল এই দিন। কয়েক কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দির। শুরু হয় বৈদিক মন্ত্রপাঠ।পঞ্চমুখী শিবলিঙ্গের পুজো হয় শৈব মতে। প্রত্যেক বছরই শীতে বন্ধ হয়ে যায় উত্তরাখণ্ডের পাহাড়চুড়োর এই মন্দির। সেইমতোই নভেম্বর থেকে বন্ধ ছিল মন্দির। এখন বরফ কমেছে। মনোরম আবহাওয়া। শুরু হচ্ছে ভক্তদের আনাগোনা। খুলে গেল মন্দিরও। এর আগে ৩ মে খুলেছে গঙ্গোত্রী যমুনোত্রী। আগামী রবিবার অর্থাত্‍ ৮ মে খুলে যাবে বদ্রীনাথের মন্দিরও। এর আগের দু-বছর করোনা অতিমারীর কারণে ব্যাহত হয়েছিল চারধাম যাত্রা। এই বছর সেই কারণে বহু পূণ্যার্থী সমাগম হবে বলে মনে করা হচ্ছে।মন্দির খোলার সময় ১০ হাজারেরও বেশি পূণ্যার্থী কেদারনাথের প্রথম দর্শন পেতে সেখানে উপস্থিত ছিলেন। বিশ্বাস অনুসারে এই মন্দিরের প্রদীপ কখনও নেভেনা। দরজা খোলার পর সেই আগুনের দর্শন পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যারা সেই প্রদীপ দর্শন করতে পারেন, তাঁদের আর পুর্নজন্ম হয় না বলে প্রচলিত বিশ্বাস। এত মাস পর মন্দিরের দরজা খোলার পরও সেই প্রদীপ জ্বলতে দেখা যায়।কেদার মন্দির (Kedarnath Temple) খোলার পরে আজ প্রথম পুজো ঘিরে বিপুল ভক্ত সমাগম ঘটে কেদারনাথ মন্দিরে। বহু দূর থেকে কেদারনাথে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্ত্রোচ্চারণে, ফুলের গন্ধে ভরে ওঠে মন্দির চত্বর। পুজো দিয়ে দেব দর্শন করেন বহু মানুষ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।