সৌম্যজিৎ চক্রবর্তী: আদুর গা, কখনও আবার শতচ্ছিন্ন স্যান্ডো গেঞ্জি। আর কোমরে দক্ষিণী স্টাইলে গোটানো হাঁটুর ওপর তোলা তেল চিটচিটে কালিঝুলি মাখা ময়লা লুঙ্গি। হাওড়ার দাশনগর-টিকিয়াপাড়ার ঢালাইঘর-লেদঘরে এ দৃশ্য আকছার। লোহার ঠুংঠাং, কখনওবা কর্কশ শব্দেও এঁরা লক্ষ্যে অবিচল, সৃষ্টিতে মগ্ন। অনেকেই নিরক্ষর, কিন্তু কাজে চূড়ান্ত দক্ষ। পুঁথিগত বিদ্যা না থাকলেও, কখনও […]