সংবাদ সংস্থা: বুধবার, ৩০শে মার্চ সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, ভারতীয় উদ্ভিদ সর্বেক্ষণ সংস্থার উদ্যোগে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে আয়োজিত হলো একটি বিশেষ জাতীয় সেমিনার। সেমিনারের বিষয়বস্তু ছিল “আক্রমণাত্মক পরক গাছপালা: প্রাকৃতিক বাস্তুতন্ত্রের অবাঞ্ছিত অতিথি”। সেমিনারের সামগ্রিক পরিচালনা করেন ভারতীয় উদ্ভিদ সর্বেক্ষণ সংস্থার যুগ্ম পরিচালক ড: সুধাংশু শেখর দাশ। জাতীয় হিমালয় বিষয়ক গবেষণার অর্থানুদানে পরিচালিত এই প্রজেক্টটির নাম “ইনভেসিভ এলিয়েন প্লান্টস ইন হিমালয়াস : স্টেটাস , ইকোলজিকাল ইমপ্যাক্ট এন্ড ম্যানেজমেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ অরণ্য বিভাগীয় প্রধান ড: জোসে টি ম্যাথিউস , এছাড়াও উপস্থিত ছিলেন জিওল্যজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র পরিচালক ড: ধৃতি ব্যানার্জী , গবেষক ড: সি রঘুনাথন , বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র পরিচালক ড: এ এ মাও, এডিনবরা রয়াল বোটানিক গার্ডেনের বিশিষ্ট গবেষক ড: মার্ক ওয়াটসন এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ এ খুরু। এই জাতীয় সেমিনারটিতে অংশগ্রহণ করেছিল ২২৬ জন পড়ুয়া এবং গবেষকমন্ডলী। এর মূল আলোচ্য বিষয়বস্তু ছিল ভারতবর্ষের ইনভেসিভ প্রাণী , উদ্ভিদ এবং তার নিয়ন্ত্রণ। এই সেমিনারটি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে গবেষক এবং ছাত্র- ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরী করতে সাহায্য করেছে বলেই মত আয়োজকদের।
সংবাদ সংস্থা: বুধবার, ৩০শে মার্চ সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, ভারতীয় উদ্ভিদ সর্বেক্ষণ সংস্থার উদ্যোগে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে আয়োজিত হলো একটি বিশেষ জাতীয় সেমিনার। সেমিনারের বিষয়বস্তু ছিল “আক্রমণাত্মক পরক গাছপালা: প্রাকৃতিক বাস্তুতন্ত্রের অবাঞ্ছিত অতিথি”। সেমিনারের সামগ্রিক পরিচালনা করেন ভারতীয় উদ্ভিদ সর্বেক্ষণ সংস্থার যুগ্ম পরিচালক ড: সুধাংশু শেখর দাশ। জাতীয় হিমালয় বিষয়ক গবেষণার অর্থানুদানে পরিচালিত এই প্রজেক্টটির নাম “ইনভেসিভ এলিয়েন প্লান্টস ইন হিমালয়াস : স্টেটাস , ইকোলজিকাল ইমপ্যাক্ট এন্ড ম্যানেজমেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ অরণ্য বিভাগীয় প্রধান ড: জোসে টি ম্যাথিউস , এছাড়াও উপস্থিত ছিলেন জিওল্যজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র পরিচালক ড: ধৃতি ব্যানার্জী , গবেষক ড: সি রঘুনাথন , বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র পরিচালক ড: এ এ মাও, এডিনবরা রয়াল বোটানিক গার্ডেনের বিশিষ্ট গবেষক ড: মার্ক ওয়াটসন এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ এ খুরু। এই জাতীয় সেমিনারটিতে অংশগ্রহণ করেছিল ২২৬ জন পড়ুয়া এবং গবেষকমন্ডলী। এর মূল আলোচ্য বিষয়বস্তু ছিল ভারতবর্ষের ইনভেসিভ প্রাণী , উদ্ভিদ এবং তার নিয়ন্ত্রণ। এই সেমিনারটি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে গবেষক এবং ছাত্র- ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরী করতে সাহায্য করেছে বলেই মত আয়োজকদের।