সংবাদ সংস্থা, কলকাতা, ১৮ মে: গোটা রাজ্যজুড়ে একদিকে ভয়ঙ্কর তাপপ্রবাহ, অন্যদিকে সাধারণ নির্বাচনের জোড়া ফলায় রাজ্যের প্রায় সমস্ত ব্লাডব্যাংকে রক্তের আকাল। এই সঙ্কট কাটাতে এএইচএসডি পশ্চিমবঙ্গের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাখা শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে। সেই আহ্বানে চিকিৎসক, দন্ত চিকিৎসক, ইঞ্জিনিয়ার, প্রাণী চিকিৎসক, শিক্ষক ও ছাত্রছাত্রী-সহ মোট ৬৮ জন এদিন রক্তদান করেন। বিশেষ উল্লেখ্য, ১৩ জন মহিলা রক্তদাতাও এদিন রক্তদান করেন। AHSD,WB, ASETO, WBSEA, WBVA, WB(G&S)PTA, Joint Platform of Doctors, West Bengal এর পক্ষে, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, ডক্টরস ফর ডেমোক্রেসির নেতৃত্ব ও বহু সদস্য এদিন উপস্থিত ছিলেন। স্টুডেন্টস হেলথ হোমের সদস্যরাও অংশগ্রহন করেন এই শিবিরে। রক্তদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এদিন। জানিয়েছেন এএইচএসডি পশ্চিমবঙ্গ-র সাধারণ সম্পাদক ডাঃ উৎপল বন্দ্যোপাধ্যায়।
সংবাদ সংস্থা, কলকাতা, ১৮ মে: গোটা রাজ্যজুড়ে একদিকে ভয়ঙ্কর তাপপ্রবাহ, অন্যদিকে সাধারণ নির্বাচনের জোড়া ফলায় রাজ্যের প্রায় সমস্ত ব্লাডব্যাংকে রক্তের আকাল। এই সঙ্কট কাটাতে এএইচএসডি পশ্চিমবঙ্গের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাখা শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে। সেই আহ্বানে চিকিৎসক, দন্ত চিকিৎসক, ইঞ্জিনিয়ার, প্রাণী চিকিৎসক, শিক্ষক ও ছাত্রছাত্রী-সহ মোট ৬৮ জন এদিন রক্তদান করেন। বিশেষ উল্লেখ্য, ১৩ জন মহিলা রক্তদাতাও এদিন রক্তদান করেন। AHSD,WB, ASETO, WBSEA, WBVA, WB(G&S)PTA, Joint Platform of Doctors, West Bengal এর পক্ষে, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, ডক্টরস ফর ডেমোক্রেসির নেতৃত্ব ও বহু সদস্য এদিন উপস্থিত ছিলেন। স্টুডেন্টস হেলথ হোমের সদস্যরাও অংশগ্রহন করেন এই শিবিরে। রক্তদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এদিন। জানিয়েছেন এএইচএসডি পশ্চিমবঙ্গ-র সাধারণ সম্পাদক ডাঃ উৎপল বন্দ্যোপাধ্যায়।