সৌম্যদ্বীপ দাস: বয়স মাত্র দু-বছর এক মাস। এই বয়সের অধিকাংশ শিশুই সুস্পষ্ট উচ্চারণে কথা বলতে পারে না। মনে রাখা তো দূরের কথা। কিন্তু এই বয়সেই হাওড়ার ডোমজুড়ের এক খুদের স্মরণশক্তি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। দু বছর এক মাস বয়সে আধো আধো স্বরেই সে কথা বলে। কিন্তু নিমেষের মধ্যে বলে দিতে পারে মনীষী,ফল,সবজি,ইত্যাদির নাম। হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা রিঙ্কু দেব ও তন্ময় দেব। তাঁদের একমাত্র সন্তান সমৃদ্ধি দেব । শুধু যে রেকর্ড গড়েছে তাই নয়, এমনকী গোটা দেশের কাছে সে এখন বিস্ময়বালিকা। জন্মের পর থেকেই সমৃদ্ধির কীর্তি দেখে তাঁর বাবা-মা অবাক হয়ে যান। স্পষ্ট উচ্চারণে কথা বলতে না শিখলেও, ছবি দেখিয়ে বলতে বললেই চট করে বলে ফেলে। ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে সমৃদ্ধিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে মানুষ হয়ে সমৃদ্ধি দেশবাসীর মুখ উজ্জ্বল করুক, এমনটাই চায় তার পরিবার।
সৌম্যদ্বীপ দাস: বয়স মাত্র দু-বছর এক মাস। এই বয়সের অধিকাংশ শিশুই সুস্পষ্ট উচ্চারণে কথা বলতে পারে না। মনে রাখা তো দূরের কথা। কিন্তু এই বয়সেই হাওড়ার ডোমজুড়ের এক খুদের স্মরণশক্তি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। দু বছর এক মাস বয়সে আধো আধো স্বরেই সে কথা বলে। কিন্তু নিমেষের মধ্যে বলে দিতে পারে মনীষী,ফল,সবজি,ইত্যাদির নাম। হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা রিঙ্কু দেব ও তন্ময় দেব। তাঁদের একমাত্র সন্তান সমৃদ্ধি দেব । শুধু যে রেকর্ড গড়েছে তাই নয়, এমনকী গোটা দেশের কাছে সে এখন বিস্ময়বালিকা। জন্মের পর থেকেই সমৃদ্ধির কীর্তি দেখে তাঁর বাবা-মা অবাক হয়ে যান। স্পষ্ট উচ্চারণে কথা বলতে না শিখলেও, ছবি দেখিয়ে বলতে বললেই চট করে বলে ফেলে। ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে সমৃদ্ধিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে মানুষ হয়ে সমৃদ্ধি দেশবাসীর মুখ উজ্জ্বল করুক, এমনটাই চায় তার পরিবার।