
কলকাতা, ২৩ এপ্রিল: সাংবাদিকতা পড়ুয়াদের হাতেকলমে শ্রাব্য মাধ্যম (অডিও) উপযোগী প্রশিক্ষণের উদ্দেশ্যে সম্প্রতি আশুতোষ কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ এবং আই.কিউ.এ. সি-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় “আন্ডারস্ট্যান্ডিং বেসিকস অফ অডিও স্টোরি প্রোডাকশন” শীর্ষক বিশেষ আলোচনা সভা। এই সভায় প্রধান বক্তা ছিলেন আশুতোষ কলেজেরই প্রাক্তনী এবং নিউ আলিপুর কলেজের সাংবাদিকতা ও গনজ্ঞাপন বিভাগের প্রধান ড. অমর্ত্য সাহা। ড. সাহা ‘অডিও স্টোরি’’ নির্মাণের বিভিন্ন ধাপ, ভয়েস মডুলেশন, রেকর্ডিং ও এডিটিং-এর খুঁটিনাটি ব্যাখ্যা করেন। পড়ুয়ারা স্ক্রিপ্ট লিখে, সাউন্ড এফেক্ট ও মিউজিক সহযোগে সম্পাদনার মাধ্যমে বেতারে সম্প্রচারযোগ্য ফোন-ইন প্রোগ্রাম তৈরি করে। এছাড়াও একটি শ্রাব্যমাধ্যম উপযোগী ভৌতিক গল্প প্রস্তুত করে। প্রসঙ্গত, ড. সাহা একটি সুপরিচিত এফ.এম চ্যানেলের প্রাক্তন রেডিও জকি। তিনি সেই অভিজ্ঞতাও সবার সঙ্গে ভাগ করে নেন। এই অনুষ্ঠান সম্পর্কে আশুতোষ কলেজের প্রিন্সিপাল ড. মানস কবি বলেন, “বর্তমানে শ্রাব্যমাধ্যম বেতারের গন্ডি পেড়িয়ে সমাজমাধ্যম পর্যন্ত পৌঁছে গেছে। শুধু চাকরির ক্ষেত্রেই নয়, স্বনির্ভরতার ক্ষেত্রেও সমাজমাধ্যমের পডকাস্ট চ্যানেলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা চাই ছাত্রছাত্রীরা স্বক্ষেত্রে স্বমহিমায় কাজ করুক। আমরা তাঁদের জন্য এই ধরনের উদ্যোগ সর্বদা নিয়ে এসেছি, আগামীতেও নেবো।” আশুতোষ কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রধান ড. প্রিয়াঙ্কা রায় বলেন, “এমন উদ্যোগ ভবিষ্যতে আরও পড়ুয়া-কেন্দ্রিক শিক্ষার পথ খুলে দেবে এবং বাস্তব জগতের সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি করবে।”