
রূপ গোস্বামী: কলকাতায় পুস্তকমেলা প্রাঙ্গণে বইমেলা হয়। জেলা, মফস্বল এমনকী গ্রামীণ বইমেলাও হয়। কিন্তু বিদ্যালয়ে বইমেলা? হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশন এবার সেটারই আয়োজন করলো। আজ (৭ এপ্রিল) থেকে শুরু হওয়া বইমেলা চলবে আগামী রবিবার (১০ এপ্রিল) পর্যন্ত। বইমেলার স্টলে থাকছে সুকুমার রায়ের বই থেকে শুরু করে শরদিন্দু অমনিবাস। এছাড়াও বিভিন্ন ভৌতিক ও গোয়েন্দা গল্পের সমাহার। পাশাপাশি ভোজন রসিকদের জন্য থাকছে ফুড স্টলের বন্দোবস্তও। মেলার শেষ দিন রবিবার এক বিশেষ সাহিত্য সভারও আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত থাকার কথা বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা, পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, গবেষক-লেখক ডাঃ সুকান্ত মুখোপাধ্যায় প্রমুখের। উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারি হাওড়ার ঐতিহ্যবাহী এই বিদ্যালয় শতবর্ষ পূর্ণ করে। বইমেলায় বিবেকানন্দ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শতদল গায়েন, স্কুলের শিক্ষক ও বর্তমান ছাত্ররা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তনীরাও।
