অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা:দিনের শুরুতেই ছড়িয়ে পড়ল আতঙ্ক কলকাতা হাইকোর্টে।বেলা পৌনে এগারোটা নাগাদ আদালতের কাজকর্ম শুরুর ঠিক কিছুক্ষন পরেই বিদ্যুতের তারের পোড়া গন্ধ পাওয়া যায় ভিতর থেকে তা থেকে আতঙ্কে শোরগোল শুরু হয়ে যায়। হাই কোর্টের নিরাপত্তারক্ষীর তৎক্ষণাৎ উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান।তবে বিদ্যুতের পোড়া তারের গন্ধ পাওয়ার পরেই এজলাস ফাঁকা করে দেওয়া হয়। অনুমান করা হচ্ছে শট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে।এই অগ্নি আতঙ্কের জেরে প্রায় আধঘণ্টা কাজকর্ম বন্ধ ছিল হাইকোর্টে। তবে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে প্রতিটি কক্ষের বিদ্যুৎ সংযোগের পরিস্থিতি।
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা:দিনের শুরুতেই ছড়িয়ে পড়ল আতঙ্ক কলকাতা হাইকোর্টে।বেলা পৌনে এগারোটা নাগাদ আদালতের কাজকর্ম শুরুর ঠিক কিছুক্ষন পরেই বিদ্যুতের তারের পোড়া গন্ধ পাওয়া যায় ভিতর থেকে তা থেকে আতঙ্কে শোরগোল শুরু হয়ে যায়। হাই কোর্টের নিরাপত্তারক্ষীর তৎক্ষণাৎ উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান।তবে বিদ্যুতের পোড়া তারের গন্ধ পাওয়ার পরেই এজলাস ফাঁকা করে দেওয়া হয়। অনুমান করা হচ্ছে শট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে।এই অগ্নি আতঙ্কের জেরে প্রায় আধঘণ্টা কাজকর্ম বন্ধ ছিল হাইকোর্টে। তবে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে প্রতিটি কক্ষের বিদ্যুৎ সংযোগের পরিস্থিতি।