
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: অটোতে আর চালানো যাবেনা উচ্চস্বরে হিন্দী গান। এমনটাই নির্দেশ জারি করল লালবাজার। ইতিমধ্যেই এর জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে কলকাতা জুড়ে। এছাড়া ট্রাফিক পুলিশের প্রধানরা জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা ভেবে এবং দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।