
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: অনেক জল্পনা-কল্পনার শেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া এবং রণবীর। আজ সকাল থেকেই শুরু বিয়ের অনুষ্ঠান। বিয়ের মাত্র একদিন পূর্বে, বুধবারই কনফার্ম করেন নীতু কাপুর ও ঋদ্ধিমা কাপুর সাহানি যে, বৃহস্পতিবার হবে আলিয়া-রণবীরের সাতপাকে বাঁধা পড়বেন। যেহেতু দুপুর ২ টোয় বিয়ের লগ্ন, তাই ট্র্যাডিশন অনুযায়ী রণবীর বরযাত্রী অর্থাৎ বারাত নিয়ে আসবেন কৃষ্ণা রাজ বাংলো থেকে বাস্তু অবধি । আর সেকারণেই প্রায় ২০ মিনিট বন্ধ থাকবে সেই রাস্তা। তবে সূত্রের খবর এখনও অবধি পালি হিলের পুলিসের কাছে কোনও পারমিশন নেয়নি কাপুর পরিবার। সাথে এও জানা যাচ্ছে ঘোড়ায় চেপে বারাত নিয়ে আসতে পারবেন রণবীর।