আনিস কাণ্ডে বাম ছাত্র যুবদের হাওড়া এসপি অফিস ঘেরাও, ধুন্ধুমার, গ্রেপ্তার মীনাক্ষি

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: ছাত্র মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্রযুবদের এসপি অফিস অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় আমতা। এদিন বিকেল চারটে নাগাদ রানিহাটি মোড় থেকে মিছিল শুরু করে কয়েক হাজার বাম ছাত্র-যুব। এগিয়ে যেতে থাকে পাঁচলায় হাওড়ার পুলিশ সুপার এর অফিসের দিকে।আগেই এসপি অফিস দুর্গে পরিণত করে রেখেছিল পুলিশ। এসপি অফিসের সামনে মিছিল আটকাতেই শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের দিক থেকে পুলিশের দিকে উড়ে আসতে থাকে ইট, বোতল। এরপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জ শুরু হতে বিক্ষোভকারীরা আরও আগ্রাসী হয়ে মারমুখী হয়ে ওঠে। একসময় দেখা যায়, বিক্ষোভকারীদের তাড়ায় ছুটে গলির মধ্যে ঢুকে পড়ছে পুলিশ। বিকেল পৌনে পাঁচটার সময় একদিকে যেমন গ্রেফতার শুরু করেছে পুলিশ তেমনই বিক্ষোভকারীরা দখল নিয়ে নিয়েছে গোটা ৬ নম্বর জাতীয় সড়কের। কলকাতা ও কোলাঘাটমুখী দুটি লেনই এই মুহূর্তে বন্ধ। বিক্ষোভকারীদের হামলায় গুঁড়িয়ে গিয়েছে অসংখ্য পুলিশের গাড়ি। ইট, বোতলের ঘায়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। গ্রেফতার করা হয় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজনকে। পাঁচলায় পুলিসের হাতে আক্রান্ত হন ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।