
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: সম্প্রতি দেশজুড়ে একাধিক দৈনন্দিন পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে বাড়তে চলেছে নিত্য দিনের প্রয়োজনীয় চা-কফি এবং ম্যাগির দাম। ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) কোম্পানি নেসলে এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর যে আরও চাপ বাড়াবে, তা বলাই বাহুল্য। জানা গেছে, ম্যাগি মশলা নুডলস ৭০ গ্রাম এর দাম আগে ১২ টাকা ছিল, এবার তা ১৪ টাকা হবে। অন্যদিকে, ম্যাগি মশলা নুডলস এর ১৪০ গ্রাম এর দাম ৩ টাকা বা ১২.৫ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়াও ৫৬০ গ্রাম প্যাকের দাম হবে ১০৫ টাকা, আগে ছিল ৯৬ টাকা। দাম প্রায় ৯.৪ শতাংশ বেড়ে গিয়েছে।নেসক্যাফে ক্লাসিক কফি পাউডারের দাম তিন থেকে সাত শতাংশ বাড়ানো হচ্ছে। ২৫ গ্রাম প্যাকের দাম বাড়ানো হয়েছে ২.৫ শতাংশ। ৭৮ টাকা থেকে দাম বেড়ে হল ৮০ টাকা। নেসক্যাফের ক্লাসিক ৫০ গ্রাম প্যাকের দাম ৩.৪ শতাংশ বাড়ানো হয়েছে। আগে ১৪৫ টাকা দাম ছিল, এখন তা বেড়ে দাঁড়াল ১৫০ টাকা।তাজমহল চায়ের প্যাকের দাম বাড়ছে নেসক্যাফের মতোই ৭ থেকে ৫.৮ শতাংশ বৃদ্ধি হবে।ব্রুক বন্ড ৩ ভেরিয়েন্ট প্যাক দাম বাড়াচ্ছে ১.৫ থেকে ১.৪ শতাংশ।