উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী

Spread the love

সৌম্যদ্বীপ / সংবাদ সংস্থা: পৌরসভা থেকে পঞ্চায়েত ভোট বারংবার কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়েও নিরাশ হয়েছে বঙ্গ-বিজেপি। কিন্তু অবশেষে হাসি ফুটতে চলেছে বঙ্গ বিজেপির মুখে। আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। আর সেই ভোটপর্ব যাতে শান্তিপূর্ণ ভাবে হয় তার জন্য নির্বাচন কমিশন বাংলায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বালিগঞ্জে ১০ কোম্পানি ও আসানসোল লোকসভা কেন্দ্রে বাকি বাহিনী মোতায়েন করা হবে বলে খবর। রাজ্যের পুরনির্বাচনের জন্য বঙ্গ বিজেপির তরফে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হলেও রাজ্য নির্বাচন কমিশন তা মানেনি। এমনকি বিজেপি কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্ট অবধি দৌড়াদৌড়ি করলেও কোথাও জয়ের মুখ দেখেনি তাঁরা। কিন্তু এবার দুই কেন্দ্রের উপনির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়ায় কিছুটা হলেও হাসি ফুটেছে বঙ্গ বিজেপি নেতৃত্বের মুখে। তবে এই কেন্দ্রীয় বাহিনী আসার পরেও যদি বিজেপি এই দুই কেন্দ্রে না জেতে তাহলে বঙ্গ বিজেপির কারোরই আর মুখ দেখাবার জায়গাটিও থাকবে না বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।