
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা:কলকাতার Luxury Cruise এই বার পারি দিতে চলেছে উত্তরের বারাণসী তে। জাতীয় গতিশক্তি পরিকল্পনার আওতায় কেওপিটি ২,৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নিতে চলেছে। কলকাতার পূর্বাঞ্চলেকে Luxury Cruise কেন্দ্রে পরিণত করা এবং খিদিরপুর এলাকায় নদীর তীরে ৩১ একর জমিতে সৌন্দর্য রুপায়ন এবং বাণিজ্যিক উন্নয়ন সহ তিন থেকে চারটি ক্রুজ টার্মিনাল তৈরি করার পরিকল্পনা চলছে।এর মধ্যে দেড় একর জমিতে ইতিমধ্যেই জেটি তৈরি করা হয়েছে। কেওপিটি (KOPT) চেয়ারম্যান বিনীত কুমার জানান,”আমরা সব মিলিয়ে ৬৬ কোটি টাকার প্রকল্প নির্মাণের পরিকল্পনা করেছি, যার ৩০-৪০% কেওপিটি বহন করবে”। সূত্র অনুযায়ী, জাতীয় গতিশক্তি পরিকল্পনার আওতায় কেওপিটি মোট ২,৪০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে, তার মধ্যে ৭০০ কোটি টাকার কাজ ইতিমধ্যেই রূপায়িত হয়েছে এবং বাকিটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । এই ক্রুজের গতিপথ নির্ধারণ করা হয়েছে, কলকাতা থেকে মায়াপুর, মুর্শিদাবাদ। ইস্কন মন্দির, হাজারদুয়ারী দেখে তারপর বারাণসী ।ইউরোপ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ধাঁচে এবার কলকাতায় সাক্ষী হতে চলেছে luxury cruise এর সাক্ষী হতে চলেছ কলকাতা।