
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : চৈত্রের শেষে এমনিতেই জনসাধারণ সূর্যের তাপে হাসফাঁস করছে। আবহাওয়া দপ্তর বৃষ্টির সম্ভাবনার কথা জানালেও, না আছে বৃষ্টির দেখা আর না আছে কালবৈশাখীর ঝড়ো হাওয়া। বরং বেড়েই চলেছে পশ্চিমবঙ্গে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি ছিল উত্তরবঙ্গে। নববর্ষে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম । থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।