স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: তীব্র গরমে অতিষ্ঠ রাজ্যবাসী। শুধু রাজ্যবাসীই নয় তীব্র গরমে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায়। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বইছে লু। এমন পরিস্থিতিতে রাজ্যের সমস্ত স্কুলে পাঁচ দিনের ছুটি ঘোষণা করল ওড়িশা নবীন পট্টনায়েক। ওড়িশা স্কুল ও জনশিক্ষা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে, লু – এর কারণে রাজ্যের সমস্ত স্কুল ২৬ – ৩০ এপ্রিল বন্ধ থাকবে। শুধুমাত্র সরকারি স্কুল নয় বেসরকারি স্কুলের ক্ষেত্রেও এই নির্দেশিকা জারি করা হয়েছে। ওড়িশা সরকারের পক্ষ থেকে জানানো হয় এ রাজ্যের চলতি তাপপ্রবাহের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, ৩ মে থেকে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি শুরু হবে। কিন্তু চলতি মাসে প্রবল তাপপ্রবাহের জেরে আগেই ছুটি ঘোষণা করা হচ্ছে।
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: তীব্র গরমে অতিষ্ঠ রাজ্যবাসী। শুধু রাজ্যবাসীই নয় তীব্র গরমে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায়। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বইছে লু। এমন পরিস্থিতিতে রাজ্যের সমস্ত স্কুলে পাঁচ দিনের ছুটি ঘোষণা করল ওড়িশা নবীন পট্টনায়েক। ওড়িশা স্কুল ও জনশিক্ষা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে, লু – এর কারণে রাজ্যের সমস্ত স্কুল ২৬ – ৩০ এপ্রিল বন্ধ থাকবে। শুধুমাত্র সরকারি স্কুল নয় বেসরকারি স্কুলের ক্ষেত্রেও এই নির্দেশিকা জারি করা হয়েছে। ওড়িশা সরকারের পক্ষ থেকে জানানো হয় এ রাজ্যের চলতি তাপপ্রবাহের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, ৩ মে থেকে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি শুরু হবে। কিন্তু চলতি মাসে প্রবল তাপপ্রবাহের জেরে আগেই ছুটি ঘোষণা করা হচ্ছে।