
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: তিনদিনের জন্য বন্ধ থাকতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। শনিবার এক প্রেস বিবৃতিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারিগরি ও প্রযুক্তিগত কারণে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। তিনদিন কলকাতা মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সল্টলেক সেক্টর ফাইভের অফিসযাত্রীরা চরম বিপাকে পড়বেন বলে আশঙ্কা যাত্রীদের। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, খুব শিগগিরই শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হবে। সরাসরি শিয়ালদা পৌঁছতে পারবেন যাত্রীরা। শিয়ালদা পর্যন্ত পরিষেবা চালুর সবুজসঙ্কেত দেওয়ার আগেই সুরক্ষার বিষয়টি খুঁটিয়ে দেখতে আগামী সপ্তাহেই কমিশনার অফ রেলওয়ে সেফটির প্রতিনিধিরা পরিদর্শনে আসছেন। কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন ও বেশ কিছু সফটওয়্যার আপগ্রেডশনের জন্যই তিনদিন মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। শুক্রবার এবং শনিবার যেহেতু দোল এবং হোলি রয়েছে, তাই ওই দুদিনও পরিষেবা বন্ধ রাখা হতে পারে। অর্থাৎ ফের আগামী সোমবার থেকে স্বাভাবিক পরিষেবা মিলতে পারে।loja virtual