
সংবাদ সংস্থা: রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা জানাল, সারা দেশজুড়ে মস্কো সরকার ফেসবুক ট্যুইটারে নিষেধাজ্ঞা জারি করল। এদিকে গত সপ্তাহেই ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন একাধিক রুশ সংবাদমাধ্যমের পেজগুলোতেকে সরিয়ে দেয়। এরপর বিষয়টি নজরে আসে রস্কোম্নাজরের। বহু সংবাদ মাধ্যমের মতে, ফেসবুকের উপর বদলা নিতে রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে মেটা প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, “এ সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়ান ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য উত্স থেকে বিচ্ছিন্ন করা হবে।”হোয়াইট হাউসও এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “এটি গভীরভাবে উদ্বেগজনক।”ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে, তবে দেশটিতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে।এদিকে এক প্রতিবেদনে রাশিয়ার তাস নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর টুইটার ব্যবহার সীমিত করেছে। অন্যদিকে ইন্টারফ্যাক্স এবং আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার মতে, ২৪ ফেব্রুয়ারি থেকে অভিশংসক প্রধানের অনুরোধে রাশিয়ায় টুইটার ব্যবহার সীমাবদ্ধ করা হয়েছে। তবে ইউটিউবের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।