
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: ফের বিশ্বের দরবারে বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানের জয়জয়কার। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও অন্যদিকে খড়গপুর আইআইটি। QS World University’র Ranking অনুসারে দেশের শ্রেষ্ঠ তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে অন্যতম হল খড়গপুর আইআইটি। অন্যদিকে আর্টস ও হিউম্যানিটিজের ক্ষেত্রে দেশের সেরা পাঁচটির মধ্যে অন্যতম বাংলার যাদবপুর।শুধু দেশের নিরিখে নয়, গোটা বিশ্বের নিরিখেও উল্লেখযোগ্য স্থান অর্জন করেছেন বাংলার এই দুই বিশ্ববিদ্যালয়। পঠন-পাঠনের বিষয় অনুযায়ী QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের হিসাব অনুসারে, খড়গপুর আইআইটি দেশের শ্রেষ্ঠ তিন ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে একটি। অপরদিকে আর্টস এবং হিউমানিটিসএর বিচারে দেশের সেরা পাঁচে বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়।