সংবাদ সংস্থা: আজই ভাইরাল হয়েছিল মানুষের প্রতি “না-মানুষ”-এর ভালবাসার একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল এক অসুস্থ বৃদ্ধাকে দেখতে এসেছে তাঁর হাত থেকে রোজ খাবার খাওয়া এক হনুমান। আর একইদিনে ভাইরাল হলো আরেকটি ভিডিও। যেখানে দেখা গেল “না-মানুষ”-এর প্রতি মানুষের সহমর্মিতার ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে একটি বাঁদরকে বোতল থেকে জল খাওয়াচ্ছেন মহারাষ্ট্রের পুলিশকর্মী। বোতল থেকে যেভাবে বাঁদরটি একশ্বাসে জল খাচ্ছে তা দেখে স্পষ্ট বোঝা যে অত্যন্ত তেষ্টা পেয়েছিল বাঁদরটির। ভাইরাল এই ভিডিয়ো দেখে ওই ট্র্যাফিক পুলিশের প্রশংসা করেছেন নেটিজ়েনরা। তাঁরা কুর্নিশ জানিয়েছেন ট্র্যাফিক পুলিশদের। গরমের দিনে তৃষ্ণার্ত বাঁদরকে জল খাওয়ানোর কাজকে সুনজরেই দেখেছেন সকলে।
সংবাদ সংস্থা: আজই ভাইরাল হয়েছিল মানুষের প্রতি “না-মানুষ”-এর ভালবাসার একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল এক অসুস্থ বৃদ্ধাকে দেখতে এসেছে তাঁর হাত থেকে রোজ খাবার খাওয়া এক হনুমান। আর একইদিনে ভাইরাল হলো আরেকটি ভিডিও। যেখানে দেখা গেল “না-মানুষ”-এর প্রতি মানুষের সহমর্মিতার ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে একটি বাঁদরকে বোতল থেকে জল খাওয়াচ্ছেন মহারাষ্ট্রের পুলিশকর্মী। বোতল থেকে যেভাবে বাঁদরটি একশ্বাসে জল খাচ্ছে তা দেখে স্পষ্ট বোঝা যে অত্যন্ত তেষ্টা পেয়েছিল বাঁদরটির। ভাইরাল এই ভিডিয়ো দেখে ওই ট্র্যাফিক পুলিশের প্রশংসা করেছেন নেটিজ়েনরা। তাঁরা কুর্নিশ জানিয়েছেন ট্র্যাফিক পুলিশদের। গরমের দিনে তৃষ্ণার্ত বাঁদরকে জল খাওয়ানোর কাজকে সুনজরেই দেখেছেন সকলে।