
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার এবার গোটা রাজ্য জুড়ে নিষিদ্ধ করতে চলেছে ৭৫ মাইক্রোনের সিঙ্গল ইউজ প্লাস্টিক ।আগামী ১ জুলাই থেকে এই নিয়ম কার্য্যকর হবে। সেদিন থেকে নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানার কবলে পড়তে হবে রাজ্যবাসী। এই প্লাস্টিক দিলে দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হবে। ছাড় পাবেন না ক্রেতাও৷ ক্রেতাকে জরিমানা করা হবে ৫০ টাকা। দার্জিলিং, সিকিম এ প্লাস্টিক ব্যবহার সফলভাবে নিষিদ্ধ করা গেছে। এবার কলকাতা-সহ অন্যত্রও তা নিষিদ্ধ করা হবে।পাশাপাশি, জঞ্জাল সংগ্ৰহের নিয়মও বদল করছে বলে জানিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী পুরসভা এলাকায় ভ্যাট রাখা যাবে না। তাই সব বাড়িতে দুটো বালতি থাকবে।নীল আর সবুজ। নীল বালতিতে অপচনশীল আর সবুজ বালতিতে পচনশীল ময়লা রাখতে হবে গৃহস্থকে।
