সংক্রমণ ছড়াচ্ছে টমেটো ফিভার 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: কোভিড  সংক্রমণের প্রভাব মিটতে না মিটতেই ছড়াচ্ছে টমেটো ফিভার । সম্প্রতি যার প্রভাব দেখা গেছে কেরালায়। আক্রান্ত সিংহভাগ সংক্রমনের শিকার শিশুরা। শিশুদের ত্বকে এক ধরনের ফোস্কার দেখা মিলছে এই টমেটো ফিভার যার থেকেই এসেছে এই নাম।  এক জটিল সমস্যার মুখে কেরালা।  টমেটো ফিভারে আক্রান্ত বহু শিশু। গত এক সপ্তাহের কেরালার র্কোল্লাম‌ সহ একাধিক এলাকায় ক্রমেই বেড়ে চলেছে এই ভাইরাল জ্বর যার সংক্রমনের লক্ষ্য দেখা দিচ্ছে  ত্বকে এবং  ডিহাইড্রেশন,  ফোস্কা সহ নানা উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছে বহু শিশু। প্রধানত ১-৫ বছরের শিশুরাই বেশি  আক্রান্ত হচ্ছে এই রোগে। জানা যাচ্ছে, টমেটো ফিভার এর সংক্রমণ রুখতে কেরালা রাজ্যের পক্ষে থেকে যথেষ্ট সচেতন বার্তা দেওয়া হচ্ছে রাজ্যের বাসিন্দাদের এবং এই সমস্যা সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য কেও সতর্ক থাকার কথা জানানো হচ্ছে ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।