
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: স্মার্ট যুগে আমরা সকলেই বসবাস করি। তাল মিলিয়ে প্রায় প্রত্যেকেই আমরা স্মার্ট ফোনও ব্যবহার করি। তাই এবার ডিজিটাল রেশন কার্ডে বদল হতে চলেছে। কাইনেটিক আউটসোর্সিং সলিউশন প্রাইভেট লিমিটেড এই কার্ডকে ‘স্মার্ট’ করে তুলতে চায়। এই সংস্থার পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়, নতুন এই কার্ডে যুক্ত করা হচ্ছে বিশেষ একটি কিউ-আর কোড। এমনকি তার মধ্যে থাকছে গ্রাহকদের আধার কার্ড নম্বর। যার ফলে গ্রাহকদের বায়োমেট্রিক ছাপ দিতে লাগবে না। যার সাহায্যে রেশন দোকানের সেই তথ্য চলে যাবে। রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর মৌখিকভাবে এই বিষয়ে সম্মতি জানায়, এমনটাই দাবি সংস্থার।