অনলাইন পরীক্ষায় নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা!

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: চূড়ান্ত বর্ষের পরীক্ষা অনলাইনে দেওয়ার দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্র সংসদ (ফেটসু) সোমবার দুপুর থেকে উপাচার্য সুরঞ্জন দাসকে ঘেরাও করেছিল। মঙ্গলবারও একই দাবিতে অনড় থাকে ছাত্র সংসদ। এই অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন JUTA গুরুত্বপূর্ণ সিধান্ত নিলো। যদি অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত বদল হয়, তা হলে শিক্ষকেরা পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে থাকবেন না। সোমবারই ঘেরাও থাকা অবস্থায় উপাচার্য সুরঞ্জন দাস জানিয়ে দিয়েছিলেন, কোনও পরিস্থিতিতেই পরীক্ষাবোর্ডের নেওয়া অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়। এ দিন ফেটসু সহ-উপাচার্যের কাছে দাবি জানায়, অবিলম্বে পরীক্ষাবোর্ডের বৈঠক ডাকতে হবে। সহ-উপাচার্য জানিয়েছেন, ওই বৈঠক ডাকার এক্তিয়ার তাঁর নেই।বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জুটা।বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিষয়টি শুনেছি। খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়।”করোনা অতিমারীর কারণে সব ক্লাস অনলাইনেই হয়েছে। তাই “অনলাইনেই পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নিক বিশ্ববিদ্যালয়” এই দাবিতে অনড় অবস্থান নিয়েছে ছাত্র সংসদ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।